সেন্ট কিটস: রেকর্ড গড়ার সুযোগ থাকলেও ওবেড ম্যাকয়ের দুরন্ত বোলিংয়ের দাপটে ইতিহাস ছোঁয়া থেকে একটু দূরেই থামতে হল ভারতকে। ওয়ার্নার পার্কে দ্বিতীয় টি-২০ ম্যাচে রোহিত ব্রিগেডকে একাই উড়িয়ে দিলেন ওবেড ম্যাকয়।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ব্যাট করতে পাঠায় ভারতকে। যদিও শুরুটা মোটেও ভাল হয়নি টিম ব্লু-এর। ওপেন করতে নেমেছিলেন রোহিত এবং সূর্যকুমার যাদব। ম্যাকয়ের প্রথম বলেই আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ক্যাপ্টেন রোহিত। এরপর ছয় মেরে শুরু করলেও ১৭ রানের মাথায় ম্যাকয়ের বলে আউট হন সূর্যকুমার যাদব। ৭টি বল করে কোনও রান না দিয়েই ভারতের দুই ওপেনারের উইকেট তুলে নেন ম্যাকয়।
#TeamIndia put up a solid fight but it was the West Indies who won the second #WIvIND T20I.
We will look to bounce back in the third T20I. 👍 👍
Scorecard 👉 https://t.co/C7ggEOTWOe pic.twitter.com/OnWLKEBiov
— BCCI (@BCCI) August 1, 2022
ক্যারিবিয়ানদের অন্যান্য বোলারদের মধ্যে বোলিংয়ে ভারতকে চাপে রেখেছিলেন জেসন হোল্ডারও। ৩.৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনিও। তবে ৬.৩ ওভারে ৬১ রানে চার উইকেট হারানোর পর কিছুটা হাল ধরেন হার্দিক পাণ্ড্য এবং রবীন্দ্র জাদেজা। ৩১ বলে ৩১ রান করেন হার্দিক অন্যদিকে ৩০ বলে ২৭ রান করেন জাদেজা। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। চার ওভার বল করে ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন ওবেদ ম্যাকয়।
এরপর জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৩৯ রান। ওপেন করতে নামেন ব্র্যান্ডন কিং। প্রথম বলেই বাউন্ডারি দিয়ে খাতা খোলেন কিং। ৪৯ বলে ৬২ রান করেছেন ব্র্যান্ডন কিং। ব্যাটিংয়ে ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কা রয়েছে তাঁর রানের ঝুলিতে।
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। শুরুতেই নো-বলে ১ রান পায় ক্যারিবিয়ানরা। এরপর ফ্রি-হিটে ছক্কা হাঁকান ডেভন থমাস। পরের বলেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৪ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের টি-২০ সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।