লাখ টাকার চাকরি ছেড়ে অর্কিড চাষ, দু’হাত ভরে আয় করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
কেশিয়াড়ি : লাখ টাকার চাকরি ছেড়ে অর্কিড চাষ করে ভবিষ্যৎ প্রজন্মকে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ২০০০ স্কোয়ার মিটার এলাকায় পলি হাউস করে ২২ হাজার আর্কিড গাছের চারা লাগিয়েছেন তিনি। বিজ্ঞানসম্মত উপায়ে অর্কিডের চাষ করে বার্ষিক মোটা অঙ্কের লাভের দিশা দেখাচ্ছেন এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। খড়্গপুরের ইন্দার বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা সুকান্ত চক্রবর্তী, কেশিয়াড়ি ব্লকের খাজরা এলাকায় বিশাল জায়গায় দুটি পলি হাউস করে ২২ হাজার অর্কিডের চারা লাগিয়েছেন। সুকান্ত বাবু একটি নামকরা কোম্পানিতে বেশ কিছু ডিপার্টমেন্টে দীর্ঘ সাতাশ…