বর্ষা পড়তেই হজমের সমস্যায় ভুগছেন? লাগবে না ওষুধ, এই ফল খেলেই সেরে যাবে রোগ
জলপাইগুড়ি: গরম পেরিয়ে বর্ষা পড়তেই হজমের সমস্যায় ভুগছেন? কিংবা দেখা দিয়েছে জ্বর-সর্দি-কাশির মতো সমস্যা? এমন সমস্যাগুলো থেকে মুক্তি পেতে ওষুধের ওপর ভরসা না করে খেতে পারেন আনারস । জলপাইগুড়ি দিনবাজারে দুই ধারে শুধুই আনারসের ছড়াছড়ি। নানা বাহনে চড়ে আনারস আসছে বাজারে! ভরা মরশুমে বাজারের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হয় আনারসের বাজার। জলপাইগুড়ি শহরের প্রধান ব্যস্ততম বাজার দিন বাজার থেকে শুরু করে সমাজ পাড়া, বেগুনটারি মোড় ইত্যাদি জায়গায় ছেয়ে গিয়েছে আনারসের বাজার। ব্যস্ততাও বেড়ে যায় সবার।দাম সাধ্যের মধ্যে থাকায় আনারসে বাজারে…