Pregnancy : বিজ্ঞানীদের খোঁজে আশ্চর্য প্রোটিন ‘মাইয়া’, বন্ধ্যাত্ব থেকে চিরমুক্তি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: সময় পাল্টাচ্ছে। কুসংস্কারকে এখনও পুরোপুরি ছাপিয়ে যেতে পারেনি সমাজ। তবে মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে সচেতনতা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে বর্তমান প্রজন্ম অনেকটাই ‘ওপেন মাইন্ডেড’। লিঙ্গ, ধর্ম, বর্ণ কিছুই তারা মানে না। ভালবাসার হলে যাকে খুশি প্রাণ খুলে ভালবাসছে বর্তমান প্রজন্ম। তেমনই সচেতন হচ্ছে সমাজের অন্যান্য দিক থেকেও। এখন বিয়ের আগেই সন্তানের সুস্থতার দিক বিবেচনা করে দেখে নেওয়া হচ্ছে। করিয়ে নেওয়া হচ্ছে থাইরয়েড টেস্ট। এখন কোন দম্পতির সন্তান ধারণে সমস্যা (infertility) হলে তার দোষ শুধুমাত্র…