Pakistan: কবর থেকে মহিলাদের দেহ বের করে যৌনাচার, ধর্ষণ! তালা পড়ল সমাধিস্থলে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ঙ্কর কলিযুগ কি সত্যিই এসে পড়েছে? জীবিত ব্যক্তি তো ছাড় কবরে মৃত ব্যক্তিও স্বস্তি নেই। একথা বলতে হচ্ছে কারণ পাকিস্তানে কাম পিপাসুরা নিজেদের যৌনলালসা মেটাতে এমন পদ্ধতি অবলম্বন করেছে যা সমগ্র মানব জাতি ও মানবতাকে লজ্জায় ফেলে দিয়েছে। কাম-লালসার অন্ধ ও বিকৃত মানসিকতার মানুষেরা কিছুদিন আগে কবর দেওয়া এক মহিলার মৃতদেহ বের করে নৃশংসতার ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে মনে পরিস্থিতি দেখে মনে করা হয়েছে, মৃতদেহকে ধর্ষণ করা হয়েছে। এই ধরণের ঘৃণ্য মানসিকতার পোশাকি নাম নেক্রোফিলিয়া। আর এই…