ভরা সন্ধ্যায় অটোর লাইনে মহিলাকে হেনস্তা, শ্লীলতাহানি, কয়েক ঘণ্টার মধ্যে জামিন
কলকাতা: ‘এরপর কি কোনও মহিলা বিপদে পড়ে পুলিশের কাছে যাবে?’ আক্ষেপ এক নির্যাতিতা মহিলার।অভিযুক্তকে শ্লীলতাহানির দায়ে গ্রেফতার করার পরও, থানা কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে ছেড়ে দিয়েছে অভিযুক্তকে। ঘটনাটি ঘটে বেহালা চৌরাস্তার সরশুনা কলেজ অটো লাইনে। প্রতিদিনের মত মহিলা বুধবার দিনও রাত ৮টায় বাস থেকে নেমে অটো ধরার জন্য লাইনে দাঁড়ান। সেই সময় এক মদ্যপ এসে জোর করে অটো লাইনে ঢুকতে যায়। এরপরেই বচসা শুরু হয়। গণ্ডগোল চূড়ান্ত অবস্থায় গেলে,ওই মদ্যপ ব্যক্তি তাঁকে ধাক্কা মারে, কুৎসিত ভাষায় গালাগালি থেকে আরম্ভ…