মেন্ডিস, সমরাবিক্রমার সেঞ্চুরি, পাকিস্তানকে ৩৪৫ রানের লক্ষ্যমাত্রা দিল শ্রীলঙ্কা
হায়দরাবাদ: বিশ্বকাপে (ICC World Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান জয় ছিনিয়ে নিয়েছিল নেদারল্যান্ডসের (Pakistan vs Netherlands) বিরুদ্ধে। অন্যদিকে শ্রীলঙ্কা তাঁদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে। সেই ম্যাচে দাসুন শনাকার দলকে হারতে হয়েছিল। তবে আজ পাকিস্তানের বিরদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ বড় রান বোর্ডে তুলে নিল লঙ্কা বাহিনী। শতরান হাঁকালেন কুশল মেন্ডিস ও সাদিরা সমরাবিক্রমা। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শিবির নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান বোর্ডে তুলে নিল। এদিন টস জিতে প্রথমে…