ব্যস্ত মুম্বইয়ের বুকে যেন এক টুকরো গ্রাম! পঙ্কজ ত্রিপাঠীর হলিডে হোম ঘুরে দেখুন
ব্যস্ততা মুখর যানজটে বিধ্বস্ত শহর মুম্বই যেন সব সময় ছুটে চলেছে। শহরের সেই ব্যস্ততার মাঝেই যেন এক টুকরো ছোট্ট স্বর্গ হয়ে উঠেছে ‘রূপ কথা’! জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর হলিডে হোম! গোটা বাড়িটি এবং তার আশপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে গ্রামের শান্ত-সৌম্য রূপ। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এই হলিডে হোমের কথা জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। শুধু তা-ই নয়, সেই সঙ্গে এই হলিডে হোম ট্যুরও দিয়েছেন অভিনেতা। হলিডে হোম ‘রূপ কথা’-র আশপাশের দৃশ্য অপরূপ! সারা বাড়ি জুড়ে চোখে পড়বে গ্রাম্য জীবনের নির্যাস। মাটির…