জীবনের ঝুঁকি নিয়ে ফের দুর্গম পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন পিয়ালি, খরচ নিয়ে চিন্তায়
চন্দননগর: তাঁকে বলা হয় পাহাড়-কন্যা। পাহাড়ের টান উপেক্ষা করতে পারেন না। বিনা অক্সিজেনে এভারেস্ট জয়ের চ্যালেঞ্জ নিয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। প্রায় অসাধ্য সাধন করেই ফেলেছিলেন। বিরূপ প্রকৃতির জন্য অনিচ্ছা সত্ত্বেও শেষ একশো মিটার অক্সিজেন সাপোর্ট নিতে হয়েছিল। চন্দননগরের গর্ব সেই পিয়ালি বসাক ফের বেরচ্ছেন পর্বতাভিযানে। এপ্রিল মাসে আবার পর্বত অভিযানে যাচ্ছেন পিয়ালি। চন্দননগরের পরিবেশ আকাদেমি থেকে যাঁর নামকরণ করা হয়েছে ‘হিমালয় কন্যা’। পরিবেশ আকাদেমির পক্ষ থেকে প্রকাশিত ‘হিমালয়’ নামক একটি বইও তিনি গত বছর জুন মাসে উদ্বোধন করেছিলেন।…