চাঁদের সম্পত্তি দখল করতে মহাকাশে সেনা মোতায়েন করেছে চিন!
ওয়াশিংটন: আগাগোড়াই চিনের (China) বিভিন্ন ধরনের নেতিবাচক পরীক্ষা নিয়ে চিন্তিত থাকে বিশ্ব। কোভিড ১৯ পরবর্তী পর্যায়ে সেই চিন্তা আরও বেড়েছে। এই পরিস্থিতির মধ্যেই মহাকাশে (space ) চিনের (China) লালফৌজের (PLA) উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে আমেরিকার আইন প্রণেতাদের (American lawmakers) সতর্ক করলেন নাসা প্রধান বিল নেলসন (Nasa chief (Nelson) । তিনি একথাও জানিয়েছেন যে লাল ফৌজের মহাকাশ অভিযানের কথা চিন লুকিয়ে রেখেছে সাধারণ মহাকাশ অভিযানের আড়ালে। আর এই কাজ চিন করেছে চাঁদের সম্পদের (Moon’s resources) উপর নিজেদের দাবি জানানোর…