Prem Chopra : প্রেম চোপড়া প্রয়াত! ফোন শোকাহত রাকেশের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভুয়ো খবরে জেরবার বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra)। বুধবার সকালে প্রেম চোপড়া প্রয়াত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। আর এমন ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা। প্রেম চোপড়া জানিয়েছেন, বুধবার সকালে হঠাৎই তিনি রাকেশ রোশনের কাছ থেকে ফোন পান। বিস্মিত রাকেশ তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি বেঁচে আছেন?’। তবে শুধু রাকেশ রোশন নন, এদিন সকাল থেকে প্রেম চোপড়ার মৃত্যু সংবাদ শুনে অনেকেই তাঁর বাড়িতে ফোন করতে শুরু করেন। গোটা ঘটনায় আক্ষেপের সুরে প্রেম চোপড়া সংবাদমাধ্যমকে জানান,…