Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সোনার জরির কাজ করা ধুতি ও অঙ্গবস্ত্রে ঝলমল করছে অলঙ্কার, কী ভাবে সাজলেন রামলালা?
সোনার জরির কাজ করা ধুতি ও অঙ্গবস্ত্রে ঝলমল করছে অলঙ্কার, কী ভাবে সাজলেন রামলালা?

অযোধ্যা: একেবারে নির্ঘণ্ট মেনে অযোধ্যায় রামলালার (Ayodhya Ram Mandir Inauguration) মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হল আজ। রাজকীয় সাজে সাজানো হয়েছে শ্রীরামচন্দ্রের বিগ্রহকে (Ram Idol Ornaments)। অলংকারে সজ্জিত গোটা দেহ। ঠিক কী কী গয়নায় সাজানো হয়েছে তাঁকে? যা জানা গেল… শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানায়, ‘অধ্যাত্ম রামায়ণ’, ‘বাল্মিকী রামায়ণ’, ‘রামচরিতমানস’ ইত্যাদি পুঁথি ঘেঁটে রামলালার বিগ্রহের সাজের বিষয়টি স্থির করা হয়েছে। এই নিয়ে বিস্তর গবেষণা করা হয়, দাবি ট্রাস্টের। তার পরই নির্দিষ্ট সাজপোশাকে সেজে উঠেছেন রামলালা। বেনারসী কাপড়ে তৈরি হয়েছে তাঁর…

Read More