খিদিরপুরে মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে কারণ কী? উঠে এল চাঞ্চল্যকর তথ্য
শনিবার রাত ৯টা নাগাদ খিদিরপুরের দক্ষিণ বন্দর থানা এলাকার রিমাউন্ট রোডে উল্টে যায় সার বোঝাই একটি ট্রাক। ট্রাকের চাপে একেবারে পিষে যায় একটি ছোট গাড়ি। সেই ছোট গাড়িতে করেই যাচ্ছিলেন ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাম প্যায়ারে রামের ছেলে রামকিঙ্কর রাম। ট্রাক চাপা পড়ায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে তাঁকে উদ্ধার করা হয়। তারপর এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রামপেয়ারি রামের পুত্র রামকিঙ্কর রামকে (৩৮)। কিন্তু কেন এমন দুর্ঘটনা ঘটল?…