Tunisha Sharma Death: বারংবার বয়ান বদল, জিজ্ঞাসাবাদের মাঝে কান্নায় ভেঙে পড়লেন তুনিশার প্রাক্তন শীজান
Tunisha Sharma, Sheezan Khan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তুনিশা আত্মহত্যা মামলায় রবিবারই গ্রেফতার করা হয় তাঁর প্রাক্তন প্রেমিক শীজান খানকে। সেদিনই তাঁকে চারদিনের পুলিসি হেফাজত দেয় আদালত। সোমবার থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। শীজানের বিরুদ্ধে অভিযোগ তিনি তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। অভিনেত্রীর মৃত্যুর পরেই এই অভিযোগ এনেছিলেন তাঁর মা। সেই অভিযোগের ভিত্তিতেই তৈরি হয় এফআইআর। সেই এফআইআরের পরেই গ্রেফতার করা হয় অভিনেতা শীজান খানকে। সোমবার পুলিসি হেফাজতে শীজান স্বীকার করেন যে, সে তুনিশার সঙ্গে ব্রেকআপ করেছিলেন। পাশাপাশি জানান যে,…