Tv Actress: সারা শরীরে সংক্রমণ, শ্যুটিংয়ের মাঝেই স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী অনুমিতা!
Tv Actress Anumita Dutta, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধারাবাহিকের শ্যুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন সাথী ধারাবাহিকের অভিনেত্রী অনুমিতা দত্ত। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই জানা যায় যে, মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। সাথী ধারাবাহিকে বৃষ্টি চরিত্রে অভিনয় করেন তিনি। গত একমাস আগে আচমকাই সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তবে একমাস চিকিৎসার পর ফের সেটে ফিরেছেন তিনি। অভিনেত্রীর কথা অনুযায়ী মানসিক শক্তির জোরেই শারীরিক অসুস্থতাকে হার মানিয়েছেন অনুমিতা। গত তিন মাস ধরে জ্বরে ভুগছিলেন অভিনেত্রী। কিন্তু সেই…