Tunisha Sharma Death: আত্মহত্যার আগে মেকআপরুমে শীজানের সঙ্গে তুমুল ঝগড়া, উদ্ধার চিরকুট
Tunisha Sharma Death, Sheezan Khan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শনিবার সিরিয়ালের মেকআপ রুমে আত্মহত্যা করেন ২০ বছর বয়সী অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর মৃত্যুর পরেই সকলের অভিযোগ ওঠে তাঁর প্রেমিক শীজান খানের বিরুদ্ধে। রবিবারই গ্রেফতার করা হয় শীজানকে ও তাঁকে পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেয়। জানা যায় যে, আত্মহত্যা করার মিনিট ১৫ আগেই শীজান ও তুনিশার মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর শীজান ঘর থেকে বেরিয়ে যায়। সেই ঘরের ওয়াশরুমেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তুনিশা। মৃত্যুর প্রায় পাঁচদিন…