আশঙ্কার অবসান, চারদিন বাদে নাসার বিজ্ঞানীদের সংকেতে সাড়া দিল ভয়েজার-২
দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছিল দিন চারেক আগে। পৃথিবী থেকে দ্বিতীয় সবচেয়ে দূরবর্তী স্যাটেলাইট ভয়েজার-২ এর সঙ্গে নাসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে। আশঙ্কা ছিল স্যাটেলাইটটি ব্যাক আউটের। বিজ্ঞানটিরাও আশা করেননি স্যাটেলাইটটির সঙ্গে যোগাযোগ এত দ্রুত পুনরুদ্ধার করা যাবে। কোনও গ্রহাণুর সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়েছে ভয়েজার-২, এমন সম্ভাবনাও ছিল। কিন্তু সব মিথ্যে প্রমাণ করে দিয়ে অবশেষে শোনা গেল হার্টবিট। ভয়েজার-২ কর্তৃপক্ষ জানাল, এখনও প্রাণের স্পন্দন রয়েছে তার মধ্যে। এবার নাসার তরফে মহাকাশে পাঠানো হয়েছিল ‘আর্ত…