সঙ্গীর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ? এই পাঁচ কাজেই গলবে অভিমানের বরফ
যত্ন না নিলে একটা সময়ের পর আলগা হয় সম্পর্কের সুতো। প্রেম বা দাম্পত্যও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি বা মনোমালিন্য হতেই পারে। কিন্তু অভিমানের রেশ কাটার পর কয়েকটি কাজ করলেই এড়ানো যেতে পারে ভুল বোঝাবুঝি। রাগারাগির পর্ব শেষ হলে সঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালবাসার মানুষটিকে কাঠগড়ায় না তুলে নিজের অনুভূতির কথা তাঁকে বলুন।(Feed Source: news18.com আপনার সঙ্গীর বক্তব্য বোঝার চেষ্টা করুন। তাঁর কোনও অভিযোগ থাকলে তা উড়িয়ে দেবেন না। ঝগড়ার পর একে অপরকে বোঝার…