অবশেষে খবরে শীলমোহর দিল Google! অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় সুখবর
অবশেষে পড়ল শীলমোহর। Google জানাল, খুব শীঘ্রই আসতে চলেছে Android 15। কারণ Pixel এবং Android ডিভাইসের জন্য এটাই পরবর্তী প্রধান অপারেটিং সিস্টেম আপডেট। অ্যান্ড্রয়েড অথরিটির সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, অক্টোবর মাসে Android 15 আপডেট রিলিজ করার পরিকল্পনা করেছে Google। যদিও সংস্থার তরফে তা প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। ওই রিপোর্টে অবশ্য বলা হয়েছে, যেমনটা প্রাথমিক ভাবে মনে হয়েছিল যে, আগামী মাসেই নতুন আপডেট লঞ্চ করবে Google। কিন্তু সেটা হচ্ছে না। বরং পাবলিক রিলিজের আগে Android 15-এর স্টেবিলিটি…