সন্তানধারণে বাধা দিচ্ছে PCOS এবং ডায়াবেটিস! কী করবেন জেনে নিন বিশেষজ্ঞের থেকে
সারা বিশ্বে বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ। মহিলারাও ব্যতিক্রম নন। একই সঙ্গে মহিলাদের মধ্যে বাড়ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS। এই দুইয়ের প্রভাবে কীভাবে ব্যাহত হতে পারে সন্তান ধারণের প্রক্রিয়া, ভাল থাকার উপায়ই বা কী! জানালেন, ইন্দিরা আইভিএফ-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ডা. ক্ষিতিজ মুর্দিয়া। Dr Kshitiz Murdia, Co-Founder & CEO, Indira IVF ডিম্বাশয়ে সিস্ট থাকার সমস্যাকে PCOS বলা হয়। এতে মাসিকচক্র ব্যাহত হতে পারে, স্থূলতা, ব্রণর মতো সমস্যা তো থাকেই। পরবর্তীকালে সন্তান ধারণেও বাধা আসতে পারে। অন্যদিকে, ডায়াবেটিস হলে রক্তের গ্লুকোজের…