PCOS থাকলে মা হওয়া যায়? সন্তানসুখ পেতে বিশেষজ্ঞের এই কথাগুলি অবশ্যই জানুন
বেঙ্গালুরু: মহিলাদের হরমোনজনিত খুবই সাধারণ সমস্যা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস)। প্রজননের বয়সে বহু মহিলাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। পিসিওএস-এ আক্রান্ত মহিলাদের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তবে যে চ্যালেঞ্জটা সবথেকে বেশি উদ্বেগের কারণ হয়ে ওঠে, সেটা হল সন্তানধারণ বা কনসিভ করতে অসুবিধা। আসলে পিসিওএস নিয়মিত মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রে বাধা হয়ে দাঁড়ায়। এর ফলে ওভারি বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোনোর পথে বাধা আসে। যার ফলে কনসিভ করতে পারেন না তাঁরা। তবে কিছু কৌশল রয়েছে। যা সন্তানধারণের সম্ভাবনাকে…