নিয়মিত অফিসে এলে লাভ হবে অ্যাপ্রাইজালে, নয়া নীতি নিয়ে এল গুগল
এহেন কর্মীদের বিরুদ্ধে এবার কড়াকড়ি শুরু করল Google। সংস্থায় বারবার কর্মীদের একাংশকে অফিসে এসে কাজ করার জন্য অনুরোধ করে চলেছে। কিন্তু সেই কর্মীরা বাড়ি থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন। 1/5 করোনার নাম-গন্ধ নেই। কবেই লকডাউন উঠে গিয়েছে। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের আরাম পেয়ে গিয়েছেন কর্মীরা। তাই এতদিন পরেও কিছুতেই অফিসে আসতে চাইছেন না। 2/5 এহেন কর্মীদের বিরুদ্ধে এবার কড়াকড়ি শুরু করল Google। সংস্থায় বারবার কর্মীদের একাংশকে অফিসে এসে কাজ করার জন্য অনুরোধ করে চলেছে। 3/5 কিন্তু সেই কর্মীরা বাড়ি…