মুম্বইয়ের বুকে কোটি কোটি টাকা বিনিয়োগ করে নতুন অফিস কিনলেন কাজল! কত দাম জানুন
কলকাতা: এইমুহূর্তে বলিউডের ব্য়স্ত অভিনেত্রীদের মধ্য় কাজল (Kajol) অন্য়তম। সিনেমার পাশাপাশি ওটিটিতেও দাপিয়ে কাজ করছেন অজয় দেবগণ (Ajay Devgan) ঘরণী। সম্প্রতি জানাযাচ্ছে প্রায় ৭.৬৪ কোটি টাকা দিয়ে মুম্বইয়ের ওশিওয়ারা এলাকায় ২০৯৫ বর্গফুটের একটি অফিস কিনেছেন অভিনেত্রী। বলিউডসূত্রের খবর অনুযায়ী ওই একই বহুতলের ১৬ তলায় দু’টি অফিস ঘর কিনেছেন অজয় দেবগণ। যার মূল্য প্রায় ৩০.৩৫ কোটি টাকা। ১৭ তলায় আরও তিনটি অফিস ঘর কিনেছিলেন অভিনেতা। উল্লেখ্য় কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল কাজল অভিনীত ‘দ্য় ট্রায়াল’। এই যা বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।…