প্রথা ভেঙে পা ছুঁয়ে প্রণাম করলেন স্বামী, হিনা খানের প্রথম করবা চৌথ যেন রূপকথা!
কলকাতা: তাঁর জীবন যেন সোনা কাঠি, রুপো কাঠির মতোই জাদুর পরশ দিতে পারে অনেককে। তাঁর জীবনকে দেখলে মনে হতে পারে, বাঁচার ইচ্ছে থাকলে, কোনও বাধাই বাধা নয়। ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। ফের কাজ শুরু করেছেন। পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও এক পা বাড়িয়েছেন তিনি। বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল -কে। আর আজ, বিয়ের পরে প্রথম করবা চৌথ (Karwa Chouth) হিনা খানের (Hina Khan)। লাল পোশাকে সাজলেন হিনা, সিঁথিতে সিঁদুর। হাত…

