Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Saif Ali Khan Auto Driver: বিনা পয়সায় আহত সইফকে সাহায্য! সেই অটোচালকের সঙ্গে দেখা করেই কী করলেন নায়ক, জানুন
Saif Ali Khan Auto Driver: বিনা পয়সায় আহত সইফকে সাহায্য! সেই অটোচালকের সঙ্গে দেখা করেই কী করলেন নায়ক, জানুন

Saif Ali Khan Auto Driver: লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রাক মুহূর্তে অটোওয়ালা ভজনের সঙ্গে দেখা করলেন ভজন। পাঁচ মিনিটের সেই সাক্ষাতে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেন সইফ এবং তাঁর মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বাড়িতে দামি সব গাড়ির পসার। তবু মাঝরাতে ছুরিকাঘাতে রক্তাক্ত সইফ আলি খানকে সাহায্য পেতে পথে নেমে আসতে হয়েছিল। আহত নায়ক হাসপাতালে পৌঁছন অটোয় সওয়ার হয়ে। ঝড়ের গতিতে তাঁকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন ভজন সিং রানা। পেশায় মুম্বইয়ের অটোচালক। বিনা পয়সায় আহত যাত্রীকে লীলাবতী হাসপাতালে নিয়ে যান ভজন।…

Read More