মঙ্গলে ফের জামিনের শুনানি, তার আগে নয়া দাবি, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের বিপদ কি বাড়বে?
ঢাকা: দেশদ্রোহ মামলায় জেলবন্দি রয়েছেন এখনও। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিপদ আরও বাড়ল। চট্টগ্রামে আইনজীবী সইফুল ইসলাম হত্যা মামলায় এবার তাঁর নাম যুক্ত করার দাবি উঠল। জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী এই দাবি তুলেছেন। আদালতে সেই মর্মে আবেদন জানানো হতে পারে শীঘ্রই। (Chinmoy Krishna Das) রবিবার সইফুলের জন্য শোকমিছিলের আয়োজন হয় চট্টগ্রামে। আদালতের দোয়েলভবন চত্বর থেকে লালদিঘি মোড়, কোতোয়ালি থানা মোড়, নিউ মার্কেট মোড়, আমতলা মোড়, সিনেমা প্যালেস মোড় হয়ে ফের দোয়েলভবন চত্বরে ফিরে আসে মিছিল। সেখানে…