‘অডিশন দিতে টাকা…’, সারেগামাপা নিয়ে বিস্ফোরক মন্তব্য ময়ূরীর, কী বললেন তিনি?
চলতি বছরের গোড়ার দিকেই শেষ হয়েছিল সারেগামাপা। খুদে এবং বড়দের একসঙ্গে নিয়ে শুরু হয়েছিল সিজন। চলতি বছর ফের শুরু হতে চলেছে সারেগামাপা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অডিশনও। সম্ভবত পুজোর সময় জি বাংলার পর্দায় দেখতে পাওয়া যাবে সারেগামাপা- র আগামী সিজন। গত বছরে দ্বিতীয় স্থান অর্থাৎ রানার আপ করেছিলেন ময়ূরী। চলতি বছর অডিশন চলাকালীন একটি ভিডিয়ো পোস্ট করেন ময়ূরী। ভিডিয়োয় সারেগামাপা অডিশন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘মস্তিষ্ক উত্তপ্ত হইয়া গিয়াছে আমার! জি বাংলা সারেগামাপাতে…










