সম্পর্কের গুঞ্জন ছিল, এই নায়িকাকে কোনোদিন অস্বীকার করতে পারেননি শাহরুখ
কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) বলিউডের রোম্যান্টিক নায়কদের মধ্যে অন্যতম। কাজ করেছেন একাধিক নায়িকার সঙ্গে। বিভিন্ন বয়সের নায়িকাদের সঙ্গেই তাঁর জমাটি রসায়ন। তবে ব্য়ক্তিগত জীবনে শাহরুখ খানকে ‘ওয়ান ওম্যান ম্যান’ বা এক নারীতেই আসক্ত পুরুষ বলেই জানেন সবাই। স্ত্রী গৌরী খানের সঙ্গে এত বছর পেরিয়েও যে রসায়ন শাহরুখের, তা সত্যিই দেখা যায় না এই ভাঙনের যুগে। শাহরুখ ও গৌরী যেন সর্বদাই একসঙ্গে। বিশেষ বিশেষ দিনগুলি কাটাতে ভালবাসেন পরিবারের সঙ্গে। তবে এমন মাত্র একজন অভিনেত্রীই রয়েছেন যাঁর সঙ্গে কাজ…