‘বিনোদনের কোনও ভাষা, ধর্ম, জাত, রঙ হয় না’, বুর্জ খলিফায় বললেন ‘জওয়ান’ শাহরুখ
খবর ছিল শাহরুখ আসছেন, আর একথা জানা মাত্রই বুর্জ খলিফায় ৩১ অগস্ট সন্ধ্যে থেকে উপচে পড়েছিল ভিড়। আশা একটাই, ‘বাদশা’ শাহরুখকে সামনে থেকে দেখবেন। শাহরুখ ঢুকলেন, সঙ্গী সেই ব্যক্তিগত আপ্ত সহায়ক পূজা দাদলানি। দর্শকরা তখন ফোন রেডি রেখেছেন কিং খানকে লেন্সবন্দি করার জন্য। পরনে কালো জিন্স, কালো টি-শার্ট, উপরে লাল জ্যাকেট। মঞ্চের উপর থেকে দর্শকদের উদ্দেশ্যে থামস আপ দেখালেন ‘বাদশা’। মঞ্চে তখন চলছে ‘জওয়ান’-এর ‘জিন্দা বান্দা’ গান। কিছুক্ষণ অপেক্ষার পর মঞ্চে উঠে পড়লেন ‘জওয়ান’ শাহরুখ। অন্যদের সঙ্গে তিনিও ছবির…