Swastika Mukherjee: পর্ন সাইটে ছড়িয়ে দেওয়া হবে নগ্ন ছবি, স্বস্তিকাকে হুমকি প্রযোজকের…
Swastika Mukherjee, Shibpur, Tollywood, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুক্তির অপেক্ষায় স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি শিবপুর। কিন্তু ছবি মুক্তির আগেই প্রযোজকের বিরুদ্ধে ইম্পায় অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী। নায়িকার দাবি, দীর্ঘ এক মাস ধরে ইমেলে তাঁকে হেনস্থা করা হচ্ছে। এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় ও সন্দীপ সরকার। কিন্তু শ্যুটিঙের সময় স্বস্তিকা জানতে পারেননি যে আমেরিকাবাসী সন্দীপ সরকার এই ছবির আরেক প্রযোজক। স্বস্তিকার দাবি চুক্তিপত্রে শুধু অজন্তা সিংহ রায়েরই স্বাক্ষর ছিল। কিন্তু সন্দীপ সরকার বিগত এক মাস…