রণজয় ধারাবাহিকের সেই নায়িকা, যে সব কাজ পারে! বিয়ের পরেও জীবন-বন্ধুত্ব বদলাবে না: শ্যামৌপ্তি
কলকাতা: সদ্য প্রথম ছবির শ্যুটিং শেষ করে বাড়ি ফিরেছেন তিনি। আর তারপরেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। আর ১ মাসও নেই নতুন জীবন শুরু করার.. ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। পাত্র অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যেত টলিউডে। হামেশাই বিভিন্ন জায়গায়, বন্ধুদের আড্ডায় এক ফ্রেমে দেখা যেত নায়ক নায়িকাকে। সেই সম্পর্কই পরিণতি পাচ্ছে সাত পাকে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় প্রথমবার বড়পর্দায় পা রাখলেন শ্যামৌপ্তি।…

