সামনেই মুক্তি, কিন্তু বিশেষ এক কারণে নিজের ছবিরই প্রচার করছেন না সলমন খান!
কলকাতা: পুরোদমে কাজ শুরু করলেও, এখনও সলমন খান (Salman Khan) কাজ করছেন নিরাপত্তার ঘেরাটোপে। মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে সলমন খান ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত ‘সিকন্দর’ (Sikandar) ছবিটি। তবে মুক্তির দিন সামনে এগিয়ে এলেও, এই ছবির তেমন প্রচার চোখে পড়ছে না। সলমন খান, সাজিদ নাদিয়াওয়ালা ও এআর মুরুগাদোস-এর ছবি ‘সিকন্দর’ ২০২৫ -এর অন্যতম বড় বিগ বাজেট ছবি। কিন্ত এই ছবি নিয়ে মূল প্রচারই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন? ছবির প্রচার মানেই তো একের পর এক সাক্ষাৎকার,…

