‘একটা সময় মনে হচ্ছে মাথা ঠুকি..’, শিবপ্রসাদকে নিয়ে গুরুতর অভিযোগ শিলাজিতের! কী ঘটেছে?
কলকাতা: ‘বহুরূপী’ সিনেমার একেবারে ক্লাইম্যাক্স দৃশ্যে তাঁর গান ছিল যেন, ‘চেরি অন দ্য টপ’। গানটি আপাতভাবে শুনে ঈশ্বরের গান মনে হলেও, এই গান সাহায্য করেছিল ছবির ক্লাইম্যাক্সকে বাঁধতে। যাঁরা ছবিটা দেখেছেন, তাঁরা জানেন, ‘বহুরূপী’ ছবিতে, ‘ক্যানে এলি সরোবরে বেহুলা সুন্দরী’ গানটি ছবির চিত্রনাট্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এবার, নতুন ঘোষণা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর আগামী ছবি ‘রক্তবীজ ২’-এও থাকছে এই গায়কের গান। তিনি শিলাজিৎ মজুমদার (Shilajit Majumdar)। আজ সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থার তরফ থেকে…

