চন্দ্রযান তিনের সাফল্যে খুশি আমেরিকা, ভারতের ঝুলিতে বিজ্ঞানের সেরা পুরস্কারটি
সারা বিশ্বে ভারতীয়দের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করতে চলেছে ভারতই। চন্দ্রযান ৩ মিশনের সফল অভিযানের পর আরও একটি সুখবর ভারতের জন্য। জানা গিয়েছে, চন্দ্রযান তিন মিশনের সফলতার পিছনে যে প্রতিভাবান বিজ্ঞানীদের হাত ছিল, তাঁরা আমেরিকায় খ্যাতি অর্জন করেছেন। ওই বিজ্ঞানীদের টিম মহাকাশ অনুসন্ধানের জন্য ২০২৪ সালের মর্যাদাপূর্ণ জন এল. ‘জ্যাক’ সুইগার্ট জুনিয়র পুরস্কার পেয়েছে। হিউস্টনে ভারতের কনসাল জেনারেল ডিসি মঞ্জুনাথ কলোরাডোতে বার্ষিক মহাকাশ সেমিনারে ইসরোর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। এই পুরস্কার ভারতের বিস্ময়কর সাফল্যের গল্প…