জম্মু ও কাশ্মীরকে শিরোনামে আনল ১৬ বছরের কিশোরী! কারণ জানলে গর্বিত হবেন
দেশের সবচেয়ে উপরে অবস্থিত রাজ্য জম্মু ও কাশ্মীর। সারা বছর খবরের শিরনামে থাকে গুলি-গোলা, যুদ্ধের কারণে। তবে, এবার ব্যতিক্রম। জম্মু ও কাশ্মীরকে এবার সকলের নজর আনার পুরো কৃতিত্ব ১৫-১৬ বছরের এক কিশোরীর। সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) আর্থিক অনুদানে সারা দেশব্যাপী একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম করা হয়েছিল। দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়াদের মতো কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল জম্মু-কাশ্মীরের দশম শ্রেণির পড়ুয়া ভুপিন্দর কৌরও। জম্মু ও কাশ্মীরের একটি ছোট্ট গ্রাম আবতাল। সেই গ্রামেরই একটি সরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ভুপিন্দর।…