সিরিয়ায় আসাদ সরকারের পতন, প্রাণ বাঁচাতে ছাড়লেন দেশ, দামাস্কাসের দখল নিতে এগোচ্ছে বিদ্রোহীরা
দামাস্কাস: বিপদ আঁচ করা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। আবশেষে আশঙ্কাই সত্য হল। সিরিয়ার দখল নিল সশস্ত্র বিদ্রোহীরা। পালিয়ে বাঁচলেন দেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছেন তিনি। সেই আবহে দেশের রাজধানী দামাস্কাসের দখল নিতে এগোচ্ছে সশস্ত্র বিরোধীরা। (Syria Crisis) সংবাদ সংস্থা রয়টার্স সিরীয় বাহিনীর দুই শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে আসাদের পালানোর কথা জানিয়েছে। বলা হয়েছে, বিমানে চেপে অজ্ঞাত স্থানে পালিয়ে গিয়েছেন আসাদ। দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর খালি করে দিয়েছে সিরীয় সেনা এবং নিরাপত্তা বাহিনী। আসাদ সরকারের মন্ত্রীরাও সমস্ত…