হাত ধরে হ্যাঁচকা টান! মার্ভেল সুপার হিরোর সঙ্গে পার্টিতে গিয়ে কি আঘাত পেল তৈমুর?
বৃহস্পতিবার দুই ছেলের অনুষ্ঠান দেখতে ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে হাজির হয়েছিলেন করিনা কাপুর খান এবং সাইফ আলি খান। তৈমুর ও জেহ, দুই ছেলের পারফরম্যান্স নিজের ফোনে ক্যামেরাবন্দি করতে দেখা যায় করিনাকে। তবে এখানেই শেষ নয়, এর ঠিক পরদিন, শুক্রবার ফের একবার উৎসবের মেজাজে পতৌদি পরিবার। কারণ ২০ ডিসেম্বর ছিল তৈমুরের জন্মদিন। শুক্রবার সকাল থেকেই নবাব পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় হইচই। তৈমুরের জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন অতিথিরা। উপস্থিত ছিলেন সোহা আলি খান এবং কুণাল খেমু। বিশেষ অনুষ্ঠানে দুই…