বৃহস্পতিবার দুই ছেলের অনুষ্ঠান দেখতে ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে হাজির হয়েছিলেন করিনা কাপুর খান এবং সাইফ আলি খান। তৈমুর ও জেহ, দুই ছেলের পারফরম্যান্স নিজের ফোনে ক্যামেরাবন্দি করতে দেখা যায় করিনাকে। তবে এখানেই শেষ নয়, এর ঠিক পরদিন, শুক্রবার ফের একবার উৎসবের মেজাজে পতৌদি পরিবার। কারণ ২০ ডিসেম্বর ছিল তৈমুরের জন্মদিন।
শুক্রবার সকাল থেকেই নবাব পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় হইচই। তৈমুরের জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন অতিথিরা। উপস্থিত ছিলেন সোহা আলি খান এবং কুণাল খেমু। বিশেষ অনুষ্ঠানে দুই ছেলে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন করণ জোহর।
তৈমুরের বিশেষ দিনে শিশুদের মনোরঞ্জন করার জন্য নিয়ে আসা হয়েছিল মার্ভেল সুপারহিরো পোশাক পরিহিত ব্যক্তিদের। ওই গোপাল ভাঁড় বা ডোরেমন সেজে হাজির হন মডেলরা। ঠিক যেমন এখানেও বিভিন্ন জন্মদিন বা অন্নপ্রাশনের অনুষ্ঠানে দেখা যায়। মার্ভেল সুপারহিরোর সঙ্গে শিশুদের অনাবিল আনন্দের একটি ভিডিয়ো ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে মার্ভেল সুপারহিরোর হাত ধরে ঘুরছে তৈমুর এবং তার এক বন্ধু। কিন্তু সুপারহিরো তৈমুরের হাত ধরে উপরে দিকে তুলতেই চেঁচিয়ে ওঠে করিনা পুত্র। প্রতিক্রিয়া দেখে মনে হল তার হাতে লেগে গিয়েছে। যদিও তৈমুর চিৎকার করতেই ওতাকে নিচে নামিয়ে দেওয়া হয়। সেজেগুজে সুপারহিরো সেজে আসা মডেলরাও তড়িঘড়ি তৈমুরকে সামলানোর জন্য এগিয়ে আসেন।
তবে শুধু এই দৃশ্যটি নয়, ভিডিয়োর মাধ্যমে আরও বেশকিছু ছোট ছোট মুহূর্ত তুলে ধরা হয়েছে। একটি ছবিতে বন্ধুর সঙ্গে বসে থাকতে দেখা যায় তৈমুরকে, অন্যটিতে ঠাকুমার সঙ্গে বসে গল্পের বই পড়তে দেখা যায় ছোট্ট নবাবকে। এই ভাবেই ছোট ছোট মুহূর্তগুলিকে একটি ভিডিয়ো আকারে পোস্ট করেছেন বার্থ ডে বয়-এর পিসিমনি সাবা।সাবা আলি খানের পোস্ট করা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানান মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। একজন লেখেন, শিশুদের এইভাবে তোলা একেবারেই নিরাপদ নয়। হাতের পেশীতে টান লাগতে পারে। অন্য একজন লিখেছেন, তৈমুর ব্যথায় চিৎকার করছিল। আবার একজন লিখেছেন, বাচ্চাটিকে এইভাবে ওপরে তোলা একেবারেই ঠিক হয়নি। এমনই অসংখ্য মতামত উঠে আসে।
(Feed Source: hindustantimes.com)