‘পরিযায়ী শ্রমিক তকমা লেগে গেছে,’ গুজরাতে টাটাদের কারখানায় কর্মরত বাঙালিদের গলায় আক্ষেপের সুর
সৌমিত্র রায়, গুজরাত: সিঙ্গুর ছেড়ে টাটারা (Tata) এখন গুজরাতের (Gujrat) সানন্দে। আর তার জেরে আনন্দেই আছে সানন্দ (Sanand)। কিন্তু, টাটাদের সেই কারখানায় কর্মরত বাঙালি যুবকদের আক্ষেপ, এই কারখানাই সিঙ্গুরে হলে, আজ তাদের ভিন রাজ্য়ে পড়ে থাকতে হত না। আনন্দেই আছে সানন্দ: যেখানে গাড়ি কারখানা হওয়ার কথা ছিল, সেই জমিতেই এখন কৃত্রিম জলাশয় তৈরি করে মাছ চাষ হচ্ছে! একসময় রাজ্যের শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে যে সিঙ্গুরের নাম উঠে এসেছিল, সেটাই কার্যত আজ পরিণত হয়েছে শিল্পের সমাধিতে। সভ্যতার চাকা, যা বদলে…