নাসা’র জেমস ওয়েব টেলিস্কোপের নেপথ্যে ভারতের ডক্টর হাশিমা হাসানের অবদান জানেন
আজ থেকে প্রায় ৬৩ বছর আগে রাশিয়া যখন স্পুটনিক-১ নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে নিক্ষেপ করেছিল তখন উত্তরপ্রদেশেরর এক ছোট্ট গ্রামে সদ্য শৈশবে পা দেওয়া এক ছোটো মেয়ে, ভবিষ্যতের নাসা বিজ্ঞানী বেড়ে উঠছিল। এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে মহাকাশের গভীরতা উন্মোচনের ইচ্ছেকে বাড়িয়ে দিয়েছিল সেই মেয়েটির মনে। বর্তমানে তিনিই ডক্টর হাশিমা হাসান, কাজ করেন নাসায়। শুধু তাই নয়, বিশ্বব্রহ্মাণ্ডের অতীত রহস্য জানার উদ্দেশ্যে নাসার বিভিন্ন যুগান্তরকারী আবিষ্কারের পিছনে অন্যতম গুরুত্ব অবদান আছে ডক্টর হাশিমার। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডেপুটি প্রোগ্রাম বিজ্ঞানী…