চুরি করতে গিয়ে বিরিয়ানি খেয়ে পার্টি! তারপর এমন চুরি? হতবাক পুলিশ
খানাকুল: একেবারে ভোজরসিক চোর। স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পেটপুরে বিরিয়ানি খেয়ে তারপর চম্পট দিল চোরেরা। এমনটাই নাকি ঘটেছে হুগলির খানাকুলের সাবলসিংহপুর স্বাস্থ্যকেন্দ্রে। সোমবার স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব টেকনিশিয়ান প্রথমে বিষয়টি টের পান। প্রতিদিনের মতোই শুক্রবার তিনি চাবি দিয়েই বাড়ি গিয়েছিলেন। সোমবার স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব খুলতে গিয়ে তিনি দেখেন দরজা খোলা। ভিতরে পড়ে রয়েছে বিরিয়ানির প্যাকেট, কম্বল-সহ বিভিন্ন জিনিস। প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা ওই রুমের মধ্যেই বিরিয়ানি খাওয়া দাওয়া করে স্বাস্থ্যপরীক্ষার মূল্যবান যন্ত্রপাতি নিয়ে চম্পট দিয়েছে। জানা গিয়েছে, ওই সমস্ত জিনিসপত্রের বাজার মূল্য প্রায় তিন লক্ষ…