নতুন বছরে দেবের ‘টনিক’! পুরনো জুটি বলবে আরও একটা নতুন গল্প
কলকাতা: নতুন বছরে জোড়া ঘোষণা দেবের (Dev)। বছর শেষে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। প্রেক্ষাগৃহে এখনও দুর্দান্ত ইনিংস সেই সিনেমার। ইতিমধ্যেই বছর শেষে, নিজের ৫০তম সিনেমা, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র কথা ঘোষণা করেছেন দেব। আজ বছরের শুরুতে ঘোষণা করলেন ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র মুক্তির দিন। পাশাপাশি দিলেন নতুন সিনেমার খবর ও। আসছে ‘টনিক’-এর সিক্যুয়াল, ‘টনিক ২’ (Tonic 2)। আজ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন দেব। অভিজিৎ সেনের পরিচালনায় ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘টনিক’। বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল এই…

