ইচ্ছেটাই তো আসল কথা! ১০৮ বছর বয়সে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট! বিরাট সাফল্য
কেরল: নাম কমলাক্কানি৷ বয়স, আনুমানিক ১০৮ বছর৷ জন্ম, ১৯১৫ সাল৷ পেশা ছোট এলাচের খেতের শ্রমিক৷ পরীক্ষায় প্রাপ্ত নম্বর ১০০ -র মধ্যে ৯৭৷ পড়াশোনা আজকালকার প্রজন্মের অনেকাংশের কাছেই এখন জলভাতের মতো৷ নামী স্কুল, ততোধিক দামী বই, খাতা, ইউনিফর্ম৷ এই প্রজেক্ট, সেই প্রজেক্টে মুড়ি মুড়কির মতো টাকা খরচ৷ তা সত্ত্বেও পড়াশোনা করার, শেখার ইচ্ছেটা চোখে পড়ে হাতে গোনা মানুষের মধ্যে৷ বেশিরভাগেরই দৌড় ওই নম্বর আর কেরিয়ারের দিকে৷ কিন্তু, জীবনের প্রায় শেষ সীমায় দাঁড়িয়ে কমলাক্কানিরা আর কিছুই চাননা৷ চান শুধু শিখতে৷ লেখাপড়া…