আমেরিকা ছাড়ছেন নোবেলজয়ী দম্পতি অভিজিৎ ও এস্থার, ট্রাম্প সরকারের নীতির জন্যই কি?
নয়াদিল্লি: আমেরিকায় শিক্ষা ও গবেষণা খাতের বরাদ্দ কাটছাঁট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে আমেরিকা ছাড়ছেন বাঙালি অর্থনীতিবিদ, নোবেলজয়ী দম্পতি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর স্ত্রী এস্থার দুফলো। সুইৎজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জুরিখে যোগ দিচ্ছেন তাঁরা। সেখানে ডেভলপমেন্ট ইকনমিক্সের নতুন সেন্টার চালু হচ্ছে তাঁদের নেতৃত্বে। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আমেরিকার বর্তমান সরকার যেভাবে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ কমিয়েছে, তাতে বহু জ্ঞানীগুণী এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা। (Abhijit Banerjee And Esther Duflo) নোবেলজয়ী দম্পতি তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন…


