ভেঙে পড়বেন না, কীভাবে ঘুরে দাঁড়াবেন? পরামর্শ ইউপিএসসিতে সফল ২ বাঙালি কন্যার
বার বারই বলা হয় বাঙালিরা নাকি সর্বভারতীয় পরীক্ষায় ক্রমশ পিছিয়ে পড়ছে। তবে তার ব্যতিক্রমও আছে। উত্তর ২৪ পরগনার ব্রততী দত্ত। আর শ্রীরামপুরের অনুষ্কা সরকার। ইউপিএসসিতে সর্বভারতীয় স্তরে অনুষ্কার স্থান ৪২৬। আর ব্রততীর স্থান ৩৪৬। এবার এই মেধাবী ও কৃতী কন্যারা কীভাবে নিজেদের তৈরি করেছেন সেটা জেনে নেওয়া যাক। বাণীপুরের জওহর নবোদয় বিদ্যালয় থেকে পাশ করেছিলেন ব্রততী দত্ত। ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি থেকে মাস্টার্স। আর সেখানে পড়ার সময়ই ইউপিএসসিতে বসবেন বলে ঠিক করে নেন। ২০২২ সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর…