‘ওঁর ফর্ম বজায় থাকলে আমরাই জিতব’, সতীর্থের ভূয়সী প্রশংসা, বৈভবের কোন KKR তারকা সেরার সেরা?
নয়াদিল্লি: আইপিএলে (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে তাদের হারিয়ে তিন ম্যাচ পরে জয়ের সরণিতে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আক্ষরিক অর্থে অলরাউন্ড পারফরম্যান্স বলতে যা বোঝায়, এই ম্যাচে সুনীল নারাইন (Sunil Narine) ঠিক তেমনটাই করে দলকে জয় এনে দেন। ক্যারিবিয়ান মহাতারকাকেই কিন্তু দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসাবে মনে করেন অনেকেই। সেই তালিকায় সামিল তাঁর সতীর্থরাও। যেমন বৈভব আরোরা (Vaibhav Arora)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নারাইন ব্যাটে ২৭ রানের ইনিংস ৎেলার পাশাপাশি বলে তিন তিনটি উইকেট নেন। ডিরেক্ট…

