Exclusive Vicky Kaushal: এবার কাণ্ড কলকাতায়, আসছেন ভিকি, সঙ্গে কি ক্যাট?
মৌমিতা চক্রবর্তী: বেশ অনেকদিন আগেই নিজের আগামী ছবি ‘শামবাহাদুর’-এর ঘোষণা করেছিলেন ভিকি। ডিসেম্বরে বিয়ের পরেই নিজের আগামী ছবির সহ অভিনেত্রীদের নামও ঘোষণা করেছিলেন ভিকি কৌশল(Vicky Kaushal)। অবশেষে ৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে মেঘনা গুলজারের ছবির শুটিং। পরিচালক প্রযোজক মেঘনা গুলজারের (Meghna Gulzar) জন্মদিনে ভিকি ঘোষণা করেছিলেন তাঁর আগামী ছবি ‘সাম বাহাদুর’-এর (Sam Bahadur) দুই প্রধান অভিনেতার নাম। দঙ্গলের পর ফের এই ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা (Sanya Malhotra) ও ফতিমা সানা শেখ (Fatima Sana Sheikh)। ফিল্ড মার্শাল…