গুলাব জামুন ধোসার পর এবার ভাইরাল ঢেঁড়শের আইসক্রিম, কীভাবে বানাবেন?
ঢেঁড়শের আইসক্রিম! এমন অদ্ভুতুরে-আজব-ভয়ঙ্কর খাবারের কথা কেউ শুনেছেন কখনও! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এহেন এক খাবার সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আসলে এটা সামনে এসেছে এক ফুড ভ্লগারের দৌলতে। তিনি কমলালেবু, লেবু এবং ঢেঁড়শ ব্যবহার করে আইসক্রিম বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রামে এই অনন্য আইসক্রিমের অদ্ভুতুড়ে রেসিপির ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি। স্টিফেন এন’চো দেখিয়েছেন , এক ব্যক্তি সবুজ আইসক্রিম তৈরি করছেন। যা দেখলে বেশ লোভনীয়ই মনে হবে। একটি বড় বাটিতে ঢেঁড়শ নিয়ে তা কেটে, ধুয়ে পরিষ্কার করে বীজগুলি সরিয়ে রাখলেন…

)
