শীতে কোনও রোগ ঘেঁষতে পারবে না, ঠান্ডায় আপনি থাকবেন ‘হট’! ঘর-রান্নাঘর-অফিসে ঠান্ডা ঘেঁষতে পারবে না
রুম হিটার: ঘরে ঢুকলেই মনে হবে, আহ, শান্তি। উষ্ণ বাতাসে শরীর, মন জুড়িয়ে যাবে। এটাই রুম হিটারের জাদু। একা থাকলে অয়েল ফিলড রেডিয়েটর বা ফ্যান হিটার ব্যবহার করা যায়। একজনের জন্য যথেষ্ট। বড় ঘর বা অনেকের জন্য চাইলে বড় রুম হিটার কিনতে হবে। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট: শীতে লেপ-কম্বলও ঠান্ডা হয়ে যায়। গরম হতে সময় লাগে। লেপ গায়ে টানতেই যদি ছ্যাঁক করে ওঠে তাহলে তো চিত্তির। এ থেকে মুক্তি দিতে পারে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। এটা খুব গরম নয়, আবার খুব ঠান্ডাও নয়,…