Winter Tips: বেজায় শীতে জলে আতঙ্ক? দুদিন স্নান করেননি! শরীরে যা ঘটছে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে অনায়াসে অনেকেই এক বা দুইদিন স্নান না করে কাটিয়ে দেন। আবহাওয়া ঠান্ডা হলে প্রাকৃতিকভাবে মানবদেহ শক্তি সংরক্ষণ করে। অনেকে আবার মনে করেন শীতে স্নান না করলে নাকি আয়ু বেড়ে যায়। এক গবেষণায় দেখা গেছে শীতে স্নান না করলে ইঁদুরের আয়ু যেমন ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কিন্তু একই ভাবে মানুষের আয়ু বাড়ে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে চিকিৎসকেরা বলেন, ‘শীতে নিয়মিত স্নান করলে রক্ত…